বড়লেখামৌলভীবাজার

বিয়ানীবাজার-বড়লেখা সড়কে মোটরসাইকেলের সং ঘ র্ষে তরুন নিহত

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার-বড়লেখা সড়কের দাসেরবাজার এলাকায় দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে এক তরুন নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনায় নিহত তরুন মুন্না আহমদ দাসেরবাজার শংকরপুর এলাকার আব্দুল আজিদের পুত্র।

স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭ঘটিকার দিকে দাসের বাজারের পাশেই দু*র্ঘ*ট*না*টি ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী হাসপাতালে নিয়ে গেলে রাতে চি-কিৎ-সা ধীন অবস্থায় মুন্নার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

বিস্তারিত আসছে…

Back to top button