বিয়ানীবাজার রেফ্রিজারেজন সোসাইটির নতুন কমিটি গঠন
বিয়ানীবাজার রেফ্রিজারেশন সোসাইটির ২০২৫-২০২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি পৌরশহরের একটি অভিজাত রেস্তুরায় কাউন্সিলের মাধ্যমে সর্ব সম্মতিক্রমে জুবায়ের আহমদকে সভাপতি, দেলওয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও সুমন আহমদকে অর্থ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
সাবেক সভাপতি শাহ আলমের সভাপতিত্বে নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেনরুহুল আমিন রুবেল।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জুমার আহমদ, সহ অর্থ সম্পাদক পলক কর,প্রচার সম্পাদক সুলতান মাহমুদ শুভ,সহ প্রচার সম্পাদক আরিফুর রহমান রানা,প্রশিক্ষণ সম্পাদক নুরুল আলম বাছন,তথ্য প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান সোহেল, সদস্য জাকারিয়া আহমদ, শরীফ আহমদ, আব্দুস সামাদ,আব্দুল্লাহ,ইসলাম উদ্দিন, নাছির আহমদ, জাহাঙ্গীর হোসেন, জুয়েল আহমদ, মাহমুদুর রহমান উজ্জ্বল, আল আমিন, এবাদুর রহমান, আলাল আহমদ।
উপদেষ্টা পরিষদের ৯ সদস্য হলেন রুহুল আমিন রুবেল, নাজিম উদ্দিন, শাহ আলম, আলিম উদ্দিন, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, জুনেদ আহমদ, মাছুম আহমদ, সেলিম আকন্দ।
কাউন্সিল শেষে নবগঠিত কমিটির উদ্দেশ্যে বিয়ানীবাজার রেফ্রিজারেজন সোসাইটির বিদায়ী সভাপতি ও নির্বাচন কমিশনারবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য- সম্প্রীতি সুদৃঢ় করে সার্বিক সহযোগিতার মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলে আগামীর দৃষ্টান্ত স্থাপনের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান।