কুলাউড়ায় হাসপাতাল ও ভূমি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক
![](https://beanibazartimes.com/wp-content/uploads/2024/11/465603369_1250146669366795_1158856224501068210_n-750x470.jpg)
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা হাসপাতাল ও ভূমি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। সোমবার (২৫ নভেম্বর) দুপুর থেকে রাত এসকল প্রতিষ্ঠানে পরিদর্শন করেন তিনি। এসময় প্রতিষ্ঠানগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জেরিন ও ছাত্র প্রতিনিধি ইব্রাহিম আলীসহ দুটি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগন।
পরিদর্শনকালে ভূমি অফিসের সব কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন জেলা প্রশাসক। ভূমি অফিসে সেবা নিতে এসে যেনো কোন জনগন ভোগান্তি না পড়েন সেদিকে লক্ষ্যে রাখাসহ বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন। এসময় তিনি ভূমি অফিসের রেকর্ড রুম পরিদর্শন করে রুমের সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরে জেলা প্রশাসক ভূমি অফিস প্রাঙ্গণে একটি ঔষধী গাছ রোপণ করেন।
এদিকে রাতে হটাৎ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, শিশু, গাইনী, মেডিসিনসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এগুলোর পাশাপাশি হাসপাতালের বাইরে নোংরা পরিবেশ, ব্যবহার অনুপযোগী ওয়াশরুম-বাথরুম দেখে বেশ অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এ ছাড়া এদিন উপজেলার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ভূকশিমইল ইউনিয়ন ভূমি অফিস, ভূকশিমইল দারুল উলুম দাখিল মাদ্রাসার উন্নয়নমূলক কাজ, ছকাপন মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ, ছকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ ও রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।