বিয়ানীবাজার সংবাদবড়লেখা
হঠাৎ করে বিয়ানীবাজারের ওসি প্রত্যাহার, নেপথ্যে কি?

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) এক আদেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। কি কারনে হঠাৎ করে ওসিকে প্রত্যাহার করা হয়েছে এব্যাপারে কিছু জানা যায়নি।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক চৌধুরী প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিয়ানীবাজারে নতুন কোন ওসি পদায়ন করা হয়নি।
এনিয়ে ৩ মাসে বিয়ানীবাজার থানা থেকে দুইজন ওসি প্রত্যাহার করা হলো। এর আগে অকিল উদ্দিন আহম্মদকেও প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।