ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে- বিমানবন্দরে অভ্যর্থনার জবাবে অহিদ আহমদ

সিলেটে নেমেই ব্যতিক্রমী আচরণ দেখিয়ে নেতাকর্মীদের তাক লাগিয়ে দিলেন বিএনপির চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজার,লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর অহিদ আহমদ। উপস্থিত অনেকেই যখন ভিআইপি লাউঞ্জ দিয়ে অপেক্ষা করছিলেন তখন তিনি নিজেই বললেন আমি ভিআইপি লাউঞ্জ ব্যবহার করবোনা। সবাই যেভাবে বের হন আমিও সে পথে যাবো। বেরিয়ে বললেন, আমি সাধারণ মানুষ। দলের একজন কর্মী। সাধারন জনগনের সঙ্গে থাকতেই আমি পছন্দ করি। আমাদের নেতা তারেক রহমান নতুন ধারার রাজনীতি শুরু করেছেন। প্রচলিত ধ্যান ধারনার বাইরে মানুষের কল্যাণে, মানবিক মুল্যবোধ সম্পন্ন একটি রাজনৈতিক পরিবেশের সুচনা করছেন। তাই আমাদের নেতাকর্মীদেরও সংযমী হতে হবে। ভালোবাসা দিযে মানুষের মন জয় করতে হবে।
বিএনপির এই নেতা গতকাল শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা ছিলো। কিন্তু বাংলাদেশ বিমানের ফ্লাইট ম্যানচেস্টার থেকে আসে প্রায় চার ঘন্টা বিলম্বে। ফলে অনেক নেতাকর্মী ব্যস্ততায় অপেক্ষা করে চলে যান। আবার কেউ কেউ এ চারঘন্টাই প্রিয় নেতার জন্য অপেক্ষা করেন ওসমানীর আঙ্গিনায়। বিকেল সোয়া তিনটায় যখন বিমানের ফ্লাইট আসে তখনও বাইরে শত শত নেতাকর্মী শ্লোগানে মুখরিত করে তোলে।
বিমানবন্দর থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের মুখোমখি হন অহিদ আহমদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই এক সঙ্গে বিমানে এলাম। আর আমি কেন ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হবো। সেখান দিয়ে বের হলেতো জনগনের সমস্যা বোঝা যাবেনা। জনগনের সমস্যা বুঝতে হলে তাদের সঙ্গেই চলতে হবে। অহিদ আহমদ বলেন, দলের নেতা তারেক রহমানের ম্যাসেজ একটাই-কাজ দিয়ে ভালোবাসা দিয়ে মানবিকতা দিয়ে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। তিনি জুলাই অভ্যুত্থানে সরকার পতন আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, আমাদের সবাইকে এই মানুষগুলোর জন্য কাজ করতে হবে। তাদের পাশে, তাদের পরিবারের পাশে দাড়াতে হবে। এখন এটিই মুল কাজ। আর নির্বাচন এলে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমরা সবাই এ হয়ে কাজ করবো।
শুক্রবার বিমানবন্দরে অহিদ আহমদকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইযুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এডভোকেট, এপিপি হাসান আহমদ পাটোয়ারী রিপন, সাইদ আহমদ, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, এডভোকেট মামুন আহমদ রিপন, কুহিনুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। এদিকে কাউন্সিলর অহিদ আহমদ বিকেলে তাঁর গোলাপগঞ্জের হাজীপুরস্থ বাড়িতে পৌছলে সেখানেও রাত পর্যন্ত নেতাকর্মীরা তাকে দেখতে ছুটে আসেন। পরে সেখানে তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।