বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে আগামীতে কোনো ভাঙ্গাচোরা রাস্তা থাকবে না- মোহাম্মদ সেলিম উদ্দিন

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি সদস্য, ঢাকা মহানগরীর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের ভাঙ্গাচোরা রাস্তার কথা দীর্ঘদিন থেকে মানুষের যন্ত্রনার কারন, তবে আগামীতে এই এলাকার কোনো রাস্তাই ভাঙ্গাচোরা থাকবেনা। তিনি বিয়ানীবাজারে বিপদগ্রস্থ শ্রমিক ও অসহায় মানুষের জন্য কল্যাণ ফান্ড গঠন করার কথা উল্লেখ করে বলেন, কর্মহীন মানুষের জন্য কর্জে হাসানা ব্যাংকিং পদ্ধতিতে চালু করবেন। এছাড়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ফান্ডের সহায়তায় ৫০ শতাংশ খরচ কমিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করা।

তিনি শুক্রবার (২২ নভেম্বর) সকালে বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের উদ্দ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিপুল নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিয়ানীবাজার-গোলাপগঞ্জে মানুষের গ্যাস নিয়ে যে আক্ষেপ তা ঘুচাতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবেন জানিয়ে নেতাকর্মীদেরকে উদ্দ্যেশ্যে আরও বলেন, মানবসেবাই হচ্ছে আল্লাহর ইবাদত, তাই মানবসেবা এবং সমাজসেবায় এগিয়ে আসতে হবে প্রত্যেক নেতাকর্মীদের। মানুষের আপদে বিপদে জামায়াতের সব কর্মীকে প্রথমেই এগিয়ে আসতে হবে। মানুষকে সেবা দিলে, মানুষজন আপনাকে আপন করে নিবে। তিনি এসময় বিগত জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র জনতার আন্দোলনের শহীদ আবু তুরাবসহ সবার কথা স্মরণ করে কান্নায় ভেঙ্গে পড়েন। বাংলাদেশকে মেধাশুন্য করতে ফ্যাসিবাদী আওয়ামীলীগ মেধাবী ছাত্র ও পরিশ্রমী মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, তবুও থেমে থাকেনি অধিকার আদায়ের আন্দোলন। তাইতো তাদের হাত ধরেই বাংলাদেশে আগামীতে এগিয়ে যাবে।

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী আবুল কাশেম, সহকারি সেক্রেটারি মো: রুকন উদ্দিন ও পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ছাদ উজ্জজামানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, সিলেট জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, সিলেট জেলার মজলিশে সূরা ও কর্মপরিষদ সদস্য গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, পৌর জামায়াতের আমির মাওলানা জমির হোসেন, ১১নং লাউতা ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি দেলওয়ার হোসেন, ১০নং মুড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফরিদ আল মামুন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবির দক্ষিনের সভাপতি আহবাব হোসেন মুরাদ প্রমুখ।

উপস্থিত ছিলেন বাংলাদেশ মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল খয়ের, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ আব্দুল হামিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন, পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুনিবুর রহমান পাভেল, তানভির এলাহী মজুমদার, উপজেলা কর্মপরিষদ সদস্য আশিকুর রহমান হেলাল, জাহাঙ্গীর আলম ও শফি আহমদ মুন্নাসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

এর আগে খন্ড খন্ড মিছিলে কর্মী সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের বিপুল নেতাকর্মীরা মিছিল ও স্লোগানের মাধ্যমে কর্মী সম্মেলনে যোগ দেন। দীর্ঘদিন পর কর্মী সম্মেলন হওয়ায় হাজার হাজার নেতাকর্মী যোগ দেন এবং তাদের মধ্যে প্রানচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

Back to top button