সিলেট

সিলেটে বানান সংশোধন করতেই ভূক্তভোগীদের জুতা ক্ষয়!

মহসিন রনি : সদ্য জন্ম নেয়া শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক তরুণ সহ সব বয়সী নাগরিকদের খেসারত দিতে হয় কর্মকর্তাদের ভুলের। সিলেটে প্রতিদিন জন্ম নিবন্ধন,পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র সহ সরকারি বিভিন্ন সনদে নামের ভুল কিংবা জন্ম তারিখ সংশোধন করতে ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক লাখ মানুষকে। অনেকেই ইতিমধ্যে আবেদন আর দপ্তরের অফিসে অফিসে ঘুরতে ঘুরতে জুতো ক্ষয় করে ফেলেছেন তার পরেও সংশোধন হচ্ছেনা কাঙ্খিত সনদের নামের ভুলের। সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর বিজ্ঞাপন পাতায় প্রতিদিন কতশত এফিডেফিট ছাপে শুধু নাম সংশোধনের আবেদনের জন্য সেগুলোর হিসেব নেই তবে এভাবেই বছরের পর বছর সিলেটের কয়েক লাখ মানুষ বানান সংশোধন নামক ভুলের কাছে জিম্মি হয়ে আছেন।

সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিসে প্রতিদিনই জাতীয় পরিচয় পত্রের সংশোধনের আবেদনের খাতায় নতুন করে ভুক্তভোগীদের নাম যুক্ত হলেও মিলেনা কোনো ফলাফল।আঞ্চলিক নির্বাচন অফিসসহ সহ তালিকায় রয়েছে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস যেখানে পাসপোর্টের ভুল সংশোধন করতে দীর্ঘ লাইনের পর লাইন ধরে করতে হয় অপেক্ষা কোনো সময় কেউ কেউ হতাশ হয়ে ফিরে যান।এ ছাড়াও জন্ম নিবন্ধনের নাম ও জন্ম তারিখ সংশোধনে ভোগান্তির শেষ নেই সিলেটের স্থানীয় এক সংবাদকর্মী গত তিন বছর থেকে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য সাতবার আবেদন করেও সংশোধন হয়নি সব শেষে নতুন প্রশাসক নিয়োগ দেয়ার ফলে কাজের গতি বাড়ায় সংশোধন হয় কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধন।

রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকের ধারণা ছিলো নাম সংশোধন শিথিল হবে। তবে ভুক্তভোগী ও আবেদনকারীদের অভিযোগ এখনো সংশোধনের জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াতে হয়। এ ছাড়াও দালাদের খপ্পরে পড়ে অনেকেই বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে নাম সংশোধন করছেন বলে জানা যায়।

মুজাম্মিল আহমেদ নামের এক কলেজ শিক্ষার্থী বলেন, আমি যখন জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষা দেই তখন আমার সার্টিফিকেটে নাম ভুল চলে আসে। টাকা খরচ করে সংশোধনের আবেদন করে সংশোধন করি কিন্তু এসএসসি পরীক্ষার পরে এসএসসি সার্টিফিকেটে দেখি আবার একই ভুল আসলে এগুলোর পেছনে দৌড়াতে দৌড়াতে আমাদের দেয়ালে পিঠ কাকে বলবো কে শুনবে।

যুক্তরাষ্ট্র প্রবাসী শাকিল আহমেদ তার মায়ের জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ ভুল থাকায় নানা সময়ে দেশের এক আত্নীয় দিয়ে সংশোধনের আবেদন করালেও কোনো ফলাফল মিলেনি যার জন্য দপ্তরের কার্যালয়গুলোতে ঘুরেও কোনো সুরাহা পাননি। মোটা অংকের টাকার বিনিময়ে অনেকেই লাখ টাকার বিনিময়ে সংশোধন করে দেয়ার কথা বললেও পরে অভিমানে শাকিল আর সংশোধন করার মানসিকতা থেকে সরে আসেন।

হামিদা বেগম নামের এক অভিভাবক বলেন, আমার জাতীয় পরিচয় পত্রে আমার স্বামীর নাম আমার নাম সহ একাধিক ভুল রয়েছে। সংশোধনের জন্য বেশ কয়েকবার হেটেছি কাজ হয়নি পত্রিকায় বিজ্ঞাপন দেয়া সহ আবেদন করেছি। আমার মনে হয় এই ভুল গুলো তারা ইচ্ছেকৃত ভাবেই করে যাতে করে আমাদের হয়রানি করা যায়। একটি ভুল সংশোধন করতে কি পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয় তা শুধু ভুক্তভোগীরাই ভালো বলতে পারবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কম্পিউটার দোকানের পরিচালক বলেন, আমরা নিয়মিত পাসপোর্ট এবং জাতীয় পরিচয় পত্রের সংশোধনের জন্য আবেদন করে সহায়তা করে থাকি তবে টেবিলের নিচ দিয়ে খাম না দিলে কাজ হয়না। অনেকের ধারণা ছিলো পট পরিবর্তনের পর কিছুটা হলে ভোগান্তি কমবে কিন্তু পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র সংশোধনে যেই লাউ সেই কদু।

এ বিষয়ে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো.আব্দুল্লাহ আল মামুন ও সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তা মো.আব্দুল হালিম খানের মুঠোফোনে একাধিকবার কল করে পাওয়া যায়নি।

Back to top button