সিলেট

সিলেটে করোনাভাইরাস সংক্রমণ: আক্রান্ত বেড়ে ৭ জনে

সিলেটে গত ২৪ ঘন্টায় আরো ১৭ জনের করোনাভাইরাস পরীক্ষার পর নতুন করে একজন করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্তদের ৭জনই হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চারজন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও আল হারামাইন হাসপাতালে একজন।

Back to top button