বিয়ানীবাজার ন্যাশনাল ব্যাংকে গ্রাহকদের তালা; অবরুদ্ধ কর্মকর্তারা
সিনিয়র প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার উপজেলার ন্যাশনাল ব্যাংকে টাকা না পেয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ গ্রাহকরা। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পৌর শহরে অবস্থিত ন্যাশনাল ব্যাংকের শাখায় টাকা না পেয়ে এক হয়ে ক্ষুব্ধ গ্রাহকরা তালা ঝুলিয়ে দেন। এ সময় অনেকেই অভিযোগ করেন প্রতিদিন একবার করে টাকার জন্য এসে ঘুরে গেলেও টাকা তুলতে পারছেন না।
সরেজমিনে বুধবার দুপুরে পৌর শহরে অবস্থিত ন্যাশনাল ব্যাংকে গিয়ে দেখা যায় টাকার জন্য প্রধান ফটকে তালা দেয়া সহ মিডিয়া নানা অভিযোগ জানাচ্ছেন গ্রাহকরা। এ বিষয়ে নুর আহমেদ নামের এক বয়স্ক গ্রাহক বলেন, আমি পাশ্ববর্তী উপজেলা বড়লেখা থেকে প্রতিদিন টাকার জন্য এসে ঘুরে যাচ্ছি আমার টাকা পাচ্ছিনা আমরা কোনো বিশৃঙ্খলা করছিনা শান্তিপূর্ণ ভাবে প্রধান ফটকে তালা ঝুলিয়েছি।
মাছুম আহমদ নামের আরেক যুবক অভিযোগ করেন তার বোনের প্রায় ৭ লাখ টাকা তোলার জন্য কয়েকদিন থেকে ঘুরছেন কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না।
প্রতিবেদনটি লিখা পর্যন্ত ব্যাংকের প্রধান ফটকে তালা দিয়ে ব্যাংকের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছে গ্রাহকরা। এ বিষয়ে বক্তব্যের জন্য ন্যাশনাল ব্যাংক বিয়ানীবাজার শাখার ম্যানেজার কামরুজ্জামান আনছারীর সাথে যোগাযোগ করে বক্তব্য পাওয়া যায়নি।