বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে দিনভর প্রশাসনের অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদ

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ্যাকশনে নেমেছে প্রশাসন। অভিযানে উচ্ছেদ করা হয় অবৈধভাবে ফুটপাত দখলকারিদের। অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের উচ্ছেদের পর থেকে হকার ও যানজটমুক্ত শহর পেয়ে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন সাধারণ মানুষ। এ জন্য উপজেলা, পৌর ও পুলিশ প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে পৌরবাসী।

বুধবার (৬ নভেম্বর) সকাল থেকে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি কাজী শারমীন নেওয়াজের নের্তৃত্বে পৌরশহরের উত্তর বাজার থেকে শুরু হয় অভিযান, এসময় অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড, ফূটপাতে অবৈধ স্থাপনা নির্মান করে ব্যবসা, অবৈধ পার্কিং ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়। কিছু জায়গায় ব্যবসায়ীরা অসহযোগীতা করলেও প্রশাসনের কঠোরতায় তা ভেস্তে যায়। কয়েক জায়গার অবৈধভাবে তৈরি করা স্থাপনাও ভেঙ্গে ফেলেন অভিযানে অংশ নেয়া পৌরসভার কর্মীরা।

উপজেলা, পৌর ও পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী। তারা বলছেন, শুধু একদিন অভিযান চালালে হবে না। অভিযান অব্যাহত থাকতে হবে। তা না হলে এই অভিযান কোনো কাজেই আসবেনা।

ফুটপাত দিয়ে চলাচলকারী ফখরুল ইসলাম নামের এক পথচারী বলেন, মাইকিংয়ের পর থেকে বিগত দুই তিনদিন থেকে বিয়ানীবাজার পৌরশহরের রাস্তা অনেকটাই যানজটবিহীন ছিলো। আজকের অভিযানের পর বিয়ানীবাজার শহরের ফুটপাত এতো ফাঁকা দেখে খুব ভালো লাগছে। তবে দেখার বিষয় হলো কতদিন এটি থাকে। আশা করবো, আমাদের প্রিয় শহর ২ বা ৩ দিনের জন্য নয়; সবসময় যেনো এমন থাকে। আলাউদ্দিন নামের আরেকজন পথচারি বলেন, দোকানের পাশাপাশি যত্রতত্র সিএনজি স্ট্যান্ড ও পার্কিংয়ের জন্য কঠোর হওয়া দরকার প্রশাসনের। ব্যবসায়ীরা সরে গেলে তারা এসে রাস্তার বৃহৎ অংশ দখল করে নেয়।

ব্যবসায়ী সাদিকুর রহমান খান বলেন, শুধু অভিযানে হবে না, যারা অবৈধ দখলবাজ তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসতে হবে।

শহরের যানজট কমানোর পাশাপাশি জনদূর্ভোগ কমানোর লক্ষ্যে এমন অভিযান অব্যহত থাকবে জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমীন নেওয়াজ বলেন, আজ একটি অংশে অভিযান চালানো হয়েছে, আগামীতেও শহরকে সুশৃঙ্খল ও যানজটমুক্ত রাখতে পৌরসভা, পুলিশ ও শহরবাসীকে নিয়ে এই অভিযান অব্যহত রাখা হবে। এসময় তিনি গনমাধ্যমকর্মীদের সহযোগীতা কামনা করেন।

অভিযানে অংশ নেয়া সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ইকবাল আহমদ বলেন, আমরা আমাদের বিভাগের পক্ষ থেকে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগীতা করবো যাতে ফুটপাত দখলকারিদের উচ্ছেদ করা হয়।

প্রশাসনের এ অভিযানে বিয়ানীবাজার থানার পুলিশ সদস্য, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, বিয়ানীবাজার পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিরা সহযোগীতা করেন।

Back to top button