জমকালো আয়োজনে লাউতা ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ক্রিকেট লীগের উদ্বোধন ও ট্রফি উন্মোচন
বিয়ানীবাজার টাইমসঃ ক্রিকেটার্স অফ লাউতার আয়োজনে বিয়ানীবাজার উপজেলার ১১নং লাউতা ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ক্রিকেট লীগের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়নের ১নং ওয়ার্ডের গজারাই সংলগ্ন নয়নাভিরাম পর্যটন স্পট আরশীনগরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলওয়ার হোসেন, মোল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন। তারা ক্রিকেটের এমন আয়োজনে যেসব মানুষ দেশ বিদেশ থেকে সহযোগীতা করেছেন তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রত্যেক দলের অধিনায়ক ও টিম ম্যানেজারের হাতে জার্সি তুলে দেন এবং প্রত্যেক দলের সাথে আলাদা আলাদা ফটোসেশন করেন। পরে ক্রিকেটাররা তাদের অনুভুতি প্রকাশ করেন।
আয়োজক কমিটির সংঘটক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাউতা ইউপির সদস্য আব্দুল লতিফ, মনজ্জির আলী, সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন, ইসলাম উদ্দিন, কবির হোসেন, আহমদ হোসেন স্বপন, আমিনুল ইসলাম, সাদিকুর রহমান খান, রাজনীতিবিদ মুজিবুর রহমান, ব্যবসায়ী আমিনুল ইসলাম বাদল, আব্দুল আহাদ বাধন, আব্দুল মান্নান, আব্দুল ওহাব, বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।
রবিবার দুপুর থেকে স্থানীয় জলঢুপ কমলাবাড়ি মাঠে উদ্বোধনী খেলার অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।