কুলাউড়ামৌলভীবাজার

জাতীয় সমবায় দিবসে কুলাউড়ায় র‍্যালী ও আলোচনা সভা

কুলাউড়া প্রতিনিধি: “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) দুপুরে র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

কুলাউাড়া উপজেলা সমবায় অফিসার সোনামোহন বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী সমবায় অফিসার মো: বরকত উল্লাহর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র ফিশারী অফিসার মোঃ আবু মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শিমুল আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, মৌলভীবাজার কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুর রউফ তালুকদার, সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বক আল আদনান চৌধুরী, মৌলভীবাজার কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি মইনুল ইসলাম শামীম প্রমুখ।

Back to top button