বিয়ানীবাজার পৌরশহরের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি রেস্টুরেন্টকে জরিমানা
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে ৫ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরস্থ পৃথক পৃথক স্থানে এ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজের নেতৃত্বে বিয়ানীবাজার থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অপরিচ্ছন পরিবেশে রান্না, স্বাস্থ্য অধিদপ্তরের ছাড়পত্রের মেয়াদ না থাকা সহ বিভিন্ন অপরাধে কুসুমবাগ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, যামিনী রেস্টুরেন্ট ৩ হাজার টাকা, পানসী রেস্টুরেন্ট, মকবুল রেস্টুরেন্ট ও রান্নাঘর রেস্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজ বলেন, কিছু রেস্টুরেন্টে নির্দেশনা গুলো মেনে চললেও কয়েকটি রেস্টুরেন্ট না মানায় এই জরিমানা হয়েছে এখন থেকে রেস্টুরেন্ট গুলো নিয়মিত মনিটরিং এর মধ্য থাকবে।