বিয়ানীবাজারে ১ নভেম্বর থেকে উচ্ছেদ অভিযান শুরু
বিয়ানীবাজার টাইমসঃ সিলেটের বিয়ানীবাজার পৌরশহরকে যানজট মুক্ত করতে ১ নভেম্বর থেকে উচ্ছেদ অভিযান শুরু করবে বিয়ানীবাজার পৌরসভা। সড়ক ও ফুটপাত থেকে অস্থায়ী দোকান, অবৈধ গাড়ি পার্কিং ও ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান সরানোর নির্দেশনা দিয়েছে পৌরসভা। আগামীকাল ৩০ অক্টোবরের মধ্যে সড়ক থেকে অপসারণের সময়সীমা বেঁধে দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
রোববার ও সোমবার পৌরশহর ও শহরতলী এলাকায় মাইকযুগে সড়ক মুক্ত রাখতে প্রচারণার পাশাপাশি পৌরসভার নির্দেশনা বিষয়টি জানিয়ে দেয়া হয়।
বিয়ানীবাজার পৌরশহরের সবগুলো সড়ক ও ফুটপাত ভাসবান ব্যবসায়ী, যানবাহনের অবৈধ পার্কিসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে। কিছু দিন পর পর পৌরসভা উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কয়েকদিন যেতে না যেতেই আবার আগের অবস্থানে ফিরে আসে। এতে দেখা দেয় যানজট। আগামীকাল ৩০ অক্টোবরের পর থেকে সড়ক ও ফুটপাতে অবৈধ দখল থাকলে উচ্ছেদ অভিযানের পাশাপাশি জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক দণ্ড প্রদান করা হবে বলে প্রচারণায় জানানো হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম জানান, মাইকিং করে সবাইকে নাগরিকদের সুবিধার জন্য ফুটপাতকে দখলমুক্ত করতে বলা হয়েছে। এরপর যারা এখোনো দখল করে আছেন তাদেরকে উচ্ছেদ করা হবে এবং আর্থিক দন্ড দেয়া হবে।