সিলেটে ধুমপানে এগিয়ে অপ্রাপ্তবয়স্করা

মহসিন রনি: সিগারেটের প্যাকেটে ছোট করে লিখা থাকে ” ধুমপান মৃত্যুর কারণ ” এমন একটি বাক্য অপ্রাপ্ত বয়সী একজন তরুণের মাথায় ঢুকবে কি না তা অনেকেরই অজানা।সিলেট বিভাগে অপ্রাপ্ত বয়স্ক তরুনদের মধ্যে দিন দিন ধুমপানে আসক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। স্বাস্থ্য সচেতন মহলের মতে বর্তমানে অন্যান্য বয়সের মানুষের তুলনায় সবচেয়ে বেশি অপ্রাপ্ত বয়সের তরুণদের মধ্যে ধুমপানের প্রবণতা বেড়ে চলছে। ধুমপান স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকারক তেমনি ফুসফুসের বারোটা বাজাতে বিশেষ ভুমিকা রাখে।
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সন্ধ্যার আলো ঘনিয়ে আসার সাথে সাথেই অপ্রাপ্তবয়স্ক শত শত তরুণ দল বেধে মেতে উঠেন ধুমপানের মতো মাদকের নেশায়। যেখানে বেশিরভাগই স্কুল পড়ুয়া কিংবা দিনমজুর। বিশেষ করে শিক্ষার আলো থেকে দূরে থাকা দিনমজুর শিশু শ্রমিকদের মধ্যে ধুমপানের প্রবণতা সবচেয়ে বেশি, বিভিন্ন পাড়া কিংবা মহল্লায় এদের সাথে স্কুলপড়ুয়া অনেক তরুণ প্রতিদিন জড়াচ্ছে ধুমপানে। তবে সিলেট নগরীর বিভিন্ন রহস্যময় এলাকা গুলোতে এক শ্রেণীর তরুণরা শুধু ধুমপান নয় নানা ধরনের মাদক সেবন করা সহ জড়াচ্ছে নানা অপরাধের সাথে। প্রতিবেদকের অনুসন্ধানে জানা গেছে সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে শহরে আসা স্কুল পড়ুয়া অনেক তরুণ আবাসিক হোস্টেল কিংবা মেসে থাকার ফলে পরিবার খোঁজ খবর নিচ্ছে না যার কারণে ধুমপান সহ অপরাধ কর্মের সাথে সহজে জড়িয়ে যাচ্ছে সব তরুণরা।
সাম্প্রতিক সময়ে সরকার পতনের পর নগরীর বিভিন্ন মোরে অপ্রাপ্ত বয়স্কদের আড্ডা অনেকটা কমলেও এখনো ধুমপানের মতো মাদক সেবনে এগিয়ে সব তরুণরা। সিলেট নগরীর বিভিন্ন ভাসমান ব্যবসায়ী ও পান সিগারেট বিক্রেতার সাথে আলাপ করে জানা যায় গড়ে প্রাপ্ত বয়স্ক থেকে অপ্রাপ্তবয়স্ক সিগারেট ক্রয়কারীর সংখ্যা বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাসমান ব্যবসায়ী বলেন, প্রতিদিন অনেক সিগারেট বিক্রি করি। দিন দিন অপ্রাপ্তবয়স্করা সিগারেট বেশি কিনছে আগে দেখা যেতো প্রাপ্তবয়স্করা কিনছে কিন্তু এখন তার বিপরীত।
শিক্ষক রেমেশ চন্দ্র দাস বলেন, ধুমপানের কারনে নানা শারিরীক সমস্যা দেখা দেয় অনেক সময় অনেকের মৃত্যু পর্যন্ত হয়। অনেক অপ্রাপ্তবয়স্ক তরুণদের এখন ধুমপান করতে দেখি যেটা একজন শিক্ষক হিসেবে লজ্জা লাগে। আমরা আমাদের সময় শিক্ষকদের দেখলে দৌড়ে পালাতাম এখন আর আগের মতো নৈতিকতা নেই।
এ বিষয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার, মেডিসিন ডা. মোঃ শাহরিয়ার রহমান শুভ বলেন, তামাক মূলত হৃৎপিণ্ড, লিভার ও ফুসফুসকে আক্রান্ত করে। ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD) (এমফাইসিমা ও ক্রনিক ব্রংকাইটিস সহ), ও ক্যান্সার (বিশেষত ফুসফুসের ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার, ল্যারিংস ও মুখগহ্বরের ক্যান্সার) এর ঝুঁকি বহুগুণ বাড়ায়। অপ্রাপ্ত বয়স্ক তরুণরা যখন এটির সাথে জড়িয়ে যায় তখন ঝুঁকি আরো বেড়ে যায় পরিবারের উচিত আরো সচেতনতা অবলম্বন করা।