রাজনীতিতে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের ষড়যন্ত্র রুখে দিতে হবে – বিয়ানীবাজারে আবুল কাহের চৌধুরী শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরের ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, ফ্যাসিবাদের দোসররা খোলস পাল্টে ফের বিএনপির রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার ষড়যন্ত্র করছে। তারা তৃণমূলের সাথে মিশে গিয়ে বিএনপিকে বিতর্কিত করতে চায়। এ ব্যাপারে জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।
তিনি শনিবার রাতে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলওয়ার হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ এনুর পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, বিয়ানীবাজার পৌর সভাপতি মিজানুর রহমান রুমেল ও উপজেলা সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদ আহমদ তালুকদার, আতাউর রহমান, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা মাহতাব উদ্দিন রুবেল, সাবেক ছাত্রদল নেতা আব্দুস শুকুর, সবুজ আহমদ, ফখরুল আহমদ, ছাত্রদল নেতা রেদওয়ান আহমদ, জাবেদ আহমদ, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে মাহতাব উদ্দিন রুবেল, ফখরুল ইসলাম, আব্দুল হামিদ, নাজিম উদ্দিন, জামিল আহমদ, হাবিবুর রহমান, জুবের আহমদ, দেলোয়ার হোসেন, আমিন উদ্দিন, হারুন আহমদ, আব্দুল হালিম, হাজী মছব্বির আলী, আব্দুল কাদির, আব্দুস শহীদ ছানুর, মখলিছুর রহমান, আব্দুল মতিন, আব্দুল জব্বার, আব্দুল হক, কামরুল ইসলাম লেছু, মস্তফা আহমদ, তেরাব আলী, আবু তাহের আবু, শাহজাহান মাছুম, নাইমুজ্জামান, আবুল হাসান সবুজ, নাছিম, ওলীউর, এমরান আহমদ, আমিনুল, জয়নুল, সাজু, সমছুল, লোকমান, শামীম, সোহেল ও লিটন প্রমূখ।