সিলেট

সিলেটে চিনিকাণ্ড, বিএনপির সেই দুই নেতাকে এবার স্থায়ী বহিষ্কার

টাইমস ডেস্কঃ সিলেটের ভারতীয় চিনিকাণ্ডে আটক দুই বিএনপি নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দল। তারা হলেন- সিলেট মহানগরের ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন সুমন।

দলীয় শৃঙ্খলা অমান্য করে চিনি চোরাচালানিতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে স্থায়ী বহিস্কারাদেশ প্রদান করা হয়।

Back to top button