কুলাউড়ামৌলভীবাজার

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্ধকে সামনে রেখে রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আগে একটি র‌্যালী উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. একলাছ মিয়া, সাংবাদিক আজিজুল ইসলাম ও মাহফুজ শাকিল, শিক্ষক ফখর উদ্দিন, ফায়ার সার্ভিসের লিডার ফরিদ মিয়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী মো. মোহসিন, শিক্ষক মো. আব্দুস ছালাম, আবু সাঈদ মো. শফিকুর রহমান সিদ্দিকী, মোহাইমিন ইসলাম, আব্দুল হান্নান, সাংবাদিক নাজমুল বারী সোহেল ও মো. মহি উদ্দিন রিপন প্রমুখ।

Back to top button