বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন

বিয়ানীবাজার টাইমসঃ সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই খুন হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকালে এ
মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ছোট ভাই আদিল (২৫) দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগের মোখলেছ মিয়ার পুত্র। সে পেশায় একজন টমটম চালক। তার দেড় মাস বয়সী এক মেয়ে শিশু রয়েছে। ‘

স্থানীয়রা জানান, মুখলেছ মিয়ার ৫ পুত্র একসাথে বসবাস করেন, সংসারের খরচের টাকা নিয়ে দুপুরের দিকে মুখলেছের মেজপুত্র নিহত আদিলের বড় ভাই কাদিরের সাথে ছোট ভাই আদিলের মধ্যে প্রচন্ড বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বাড়িতে রক্ষিত কুড়াল দিয়ে কাদির সজোরে আঘাত করে আদিলের মাথায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় আদিল মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে সিলেটে প্রেরণ করেন। কিন্তু নিষ্ঠুর নিয়তি চারখাই যাওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে লাশ নিয়ে পুনরায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরন করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেটস্থ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীকে ধরতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Back to top button