কুলাউড়ার জয়চন্ডীতে ইতালি প্রবাসী রাজুকে সম্মাননা প্রদান

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিটুপুর কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের পক্ষ থেকে ইউরোপিয়ান (ইতালী) প্রবাসী মোহিতুর রহমান রাজুকে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে ক্লিনিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের সভাপতি, ইউপি সদস্য বিমল দাসের সভাপতিত্বে এবং ক্লিনিকের সিএইচ সিপি কামাল আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ইউরোপিয়ান প্রবাসী মোহিতুর রহমান রাজু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক মোতাহীর আলী চৌধুরী কনা স্যার, জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ, সিজি সদস্য ও সাবেক মেম্বার লোকমান মিয়া, সিজি সদস্য আশুক আহমদ।
বক্তব্যকালে প্রবাসী রাজু বলেন, সরকারের পাশাপাশি এই কমিউনিটি ক্লিনিক কেন্দ্রীক ৫ বছর মেয়াদি একটি স্বাস্থ্যসেবা প্রজেক্ট হাতে নিয়েছি। এলাকার অসহায় গরীব মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে আগামী ৫ বছর এখানে আগত শিশুদের জন্য নেবু লাইগেশন, ডায়াবেটিস রোগীদের চেকআপ, গর্ভবতী মায়েদের চেকআপ, অটিস্টিক বাচ্চাদের উন্নত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়াসহ স্বাস্থ্যসেবামুলক বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রজেক্টটি আগামী ৫ বছর সুন্দরভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।