কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া বাজারের সকল অনিয়ম দূর করে ভিটা মালিক-ভাড়াটিয়া, ক্রেতা- বিক্রেতাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ের মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরী করার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাজারের এক শ্রেণীর অসাধু চক্র কর্তৃক ব্যবসায়ীদের চড়া সুদে ঋণ প্রদান এবং তা আদায়ের জন্য নিরীহ ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ) এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) দুপুরে কুলাউড়া স্টেশন চৌমুহনীতে সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
টিবিএফ’র চেয়ারম্যান মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী ময়নুল হক বকুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের কো-চেয়ারম্যান ব্যবসায়ী বিশ্বজিৎ দাস, জয়েন্ট সেক্রেটারী আব্দুল মোক্তাদির জায়েদ, নির্বাহী সদস্য আব্দুল জলিল, টিবিএফ’র অর্গানাইজিং সেক্রেটারী মেহেদী হাসান খালিক, শিক্ষা সমন্বয় কামরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে অংশ নেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোহিত বাবলু, টিবিএফ’র জয়েন্ট সেক্রেটারী শরফ উদ্দিন তমু, সাংবাদিক নাজমুল ইসলাম, ট্রেজারের আব্দুস শাকুর, নির্বাহী কমিটির সদস্য হারুন অর রশীদ ভুইয়া, নাজমুল বারী সুহেল, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মজুমদার, ব্যবসায়ী সুরমান বকস্, আব্দুল জলিল, শহীদুল ইসলাম, মিডিয়া সমন্বয়ক শামীম আহমদ, ব্যবসায়ী রাসেল আহমদ, প্রচার সমন্বয়ক ইসলাম উদ্দিন, নারী সমন্বয়ক শেফালী বেগম, কাদিপুর ইউপি সদস্য আজাদ মিয়াসহ বিপুল সংখ্যক ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।