কুলাউড়ামৌলভীবাজার

কুলাউড়ায় খেলাফত মজলিসের কর্মী সমাবেশ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খেলাফত আন্দোলন প্রতিষ্ঠার লক্ষ নিয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে পৌরসভা হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সভাপতি আ খ ম শাহীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম কুতুব ও মাওলানা মাজহারুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা ফখরুল ইসলাম, সিলেট জেলার সাধারণ সম্পাদক দিলওয়ার হুসাইন, মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক এম এম আতিকুর রহমান, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, ছাত্র মজলিস কুলাউড়া উপজেলা সভাপতি মোঃ জালালুর রহমান প্রমুখ।

এদিকে কর্মী সমাবেশ শেষ করে আছরের নামাজের পর শহরে এক বিক্ষোভ মিছিল করেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতে পুরোহিত কর্তৃক কটুক্তির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে

Back to top button