দীর্ঘ ১৫ বছর পর বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীনবরণ

তাহের আহমদঃ ❝সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি❞ এই ভিশনকে সামনে রেখে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিয়ানীবাজার উপজেলার অডিটোরিয়ামে এ নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ শাখার ছাত্রশিবিরের অর্থ সম্পাদক তোফায়েল হোসেন তোহার পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক ডা. উসামা রায়হান। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু ইসলামিক বা মুসলমান ছাত্রদের জন্য নয়। দল-মত, জাতি,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্রশিবির।
কোরআন তেলাওয়াত ও ইসলামিক সংগীত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পশ্চিম ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি মারুফ আহমদ রাজু, সিলেট জেলা পূর্ব কলেজ সম্পাদক হাফিজ রুহুল আমীন, বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আহবাব হোসেন মুরাদ, উত্তর ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম, পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
পরবর্তীতে নবীন শিক্ষার্থীদের দাওয়াতী উপকরণ বিতরণ করা হয়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ছাত্রশিবিরের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।