বিয়ানীবাজার সংবাদ
সিএনজিতে ঘুমিয়ে পড়া বৃদ্ধকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে আহত দুই!

সিনিয়র প্রতিবেদক: বিয়ানীবাজার-চন্দরপুর সড়কে সিএনজি খাদে পড়ে বৃদ্ধ সহ দুইজন আহতের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে বিয়ানীবাজার মাথিউরাস্থ বিয়ানীবাজার-চন্দরপুর সড়কে ঘটনাটি ঘটে। এ সময় সিএনজিতে থাকা এক বৃদ্ধ সহ মহিলা তাৎক্ষনিক আহত হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
সিএনজি চালক প্রতিবেদক’কে বলেন, সিএনজি চালানোর সময় সামনে বসা বৃদ্ধ ঘুমিয়ে পড়লে তাকে ধরতে গিয়ে সিএনজি খাদে পড়ে যায় এ সময় নিয়ন্ত্রণ না রাখার ফলে সবাই সিএনজি তে থাকা অবস্থায় খালে পড়ে যান।