সুনামগঞ্জ
সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জের একটি মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে শান্তিগঞ্জের নিজ বাসা হতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ডিবি পুলিশের একটি দল তাকে সুনামগঞ্জে দায়েরকৃত একটি মামলায় আটক করে সদর থানায় নিয়ে আসে।
সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন।