বিজ্ঞপ্তি

মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের প্রতি বিয়ানীবাজারের ওসির হুশিয়ারি

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় করার উদ্যোগ নিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের বৈরাগীবাজারে অনুষ্ঠিত বিট পুলিশিং এবং জনসচেতনামুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, বিয়ানীবাজার থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ এবং ট্রাফিক শৃংখলা ফিরিয়ে আনতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করবে। বিশেষ করে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি কার্যকর হবে। ফৌজদারী অপরাধ নিয়ন্ত্রনের পাশাপাশি জনগনকে সাথে নিয়ে মানবিক-সৃজনশীল পুলিশীং কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

ওসি অকিল উদ্দিন আহমদ সভায় সরকার পতনের পর গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে সবার সহযোগিতা কামনা করেন।

কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তোতার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বৈরাগীবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বপন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান, থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুর রহমান, কুড়ার বাজার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই মোফাখখারুল ইসলাম, এস আই নাজমুল হক মামুন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্ত

Back to top button