বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ছেলে নিখোঁজ, সন্ধান কামনা
সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসাল্টেন্ট ডা. জান্নাতুল ফেরদৌস ও ডা. শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ আল এর ১৬ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আহমদ জিয়াদ নিখোঁজ রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় সিলেটের শাহপরান দাসপাড়া নোয়াগাঁও এলাকার ১/১ বাসা থেকে বেরিয়ে যাবার পর থেকেই ওই কিশোর নিখোঁজ হয়।
নিখোঁজ আব্দুল্লাহ আহমদ জিয়াদ সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেনীর ছাত্র। সে ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থী বলে জানা গেছে।
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাসা থেকে কোন কিছু না বলে হঠাৎ বের হয়ে যায় জিয়াদ। রাতে বাসায় না ফেরায় স্বজনরা নিকটতম আত্মীয়, বন্ধু-বান্ধবসহ পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। জিয়াদ না পেয়ে উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছেন মা-বাবাসহ স্বজনরা।
জিয়াদ নিখোঁজ হওয়ার ঘটনায় সিলেটের শাহপরান থানায় (জিডি নং ৫৩৫) জিডি করা হয়েছে বলে জানিয়েছেন ডা. জান্নাতুল ফেরদৌস। তিনি জানান, আমার ছেলেকে শেষবার শাহপরান দাসপাড়া এলাকায় দেখা গেছে বলে জেনেছি। তার বয়স ১৬ বছর। গায়ের রং ফরসা, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। বাসা থেকে বের হবার সময় তার পরনে ছিল কালো শার্ট ও জিন্স প্যান্ট।
এদিকে, নিখোঁজ আব্দুল্লাহ আহমদ জিয়াদের কোন সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে অনুগ্রহ করে নিমোক্ত মুঠোফোন নম্বর ও ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন স্বজনরা।
মুঠোফোন: 01616466456 ও 01717543694
যোগাযোগ: মেডি এইড ডায়গনস্টিক সেন্টার, বিয়ানীবাজার (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন), সিলেট। মোবাইল: 01888400829।