প্রবাসীদের প্রশংসনীয় ভুমিকা;বিয়ানীবাজারে দ্রুত গতিতে আসছে রেমিট্যান্স

মহসিন রনি, সিনিয়র প্রতিবেদক: সারাদেশের ন্যায় প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে এবার হু হু করে আসছে রেমিট্যান্স। গত কয়েক মাসে দেশের সংকটময় পরিস্থিতিতে রেমিট্যান্স আসা কমে গেলেও হাসিনা সরকার পতনের পর থেকেই আগস্ট মাসের মাঝামাঝি থেকে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলার ব্যাংক গুলোরে হু হু করে আসছে রেমিট্যান্স। দিন ব্যাপি ব্যাংক গুলোতে প্রবাসী পরিবার গুলোর উপচে পড়া ভীড় লেগেই থাকে সেই সাথে নতুন করে রেকর্ড হিসেবে পাউন্ডের দাম বাড়ার ফলে দেশে টাকা আসার প্রবনতা বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্র প্রবাসী আবিদ রহমান বলেন, দেশের অরাজকতা চলমান থাকার সময় আমরা সকল প্রবাসীরস রেমিট্যান্স সার্টডাউন করেছিলাম। সরকার পতনের পর আবার আমরা রেমিট্যান্স দেয়া শুরু করেছি আশা করি দেশের অর্থনীতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।
পূবালী ব্যাংকের সাবেক কর্মকর্তা সুমন দাস বলেন, গতমাসের তুলনায় এই মাসে বিপুল পরিমাণে রেমিট্যান্স আসছে। গ্রাহকদের লাইন বেড়েছে প্রবাসীরা যদি এভাবে অবদান রাখে তাহলে দেশ অর্থনীতির সংকট দ্রুত কাটিয়ে উঠবে।
বিয়ানীবাজার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা সামিয়ান আহমদ বলেন, এ মাসে রেমিট্যান্স ভালোই আসছে। পাউন্ডের দাম বেশি থাকার কারনে রেমিট্যান্স আসার প্রবাহ বেড়েছে সেই আথে ব্যাংকেও ব্যাস্ততা বেড়েছে।
উল্লেখ্য, আগস্ট মাসের ২৮ দিনে অর্থাৎ বুধবার (২৮ আগস্ট) পর্যন্ত দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২০৭ কোটি বা ২ দশমিক ০৭ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। ২৮ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের এ পরিমাণ দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ২৪ হাজার ৮০০ কোটি টাকারও বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগস্টের প্রথম ৩ দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। আর ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থাৎ এ সময়ে আগের ৩ দিনের চেয়ে ৪ গুণ রেমিট্যান্স পাঠিয়েছেন তারা। মাসের ২৮ দিন যাওয়ার পর এই সংখ্যা দাঁড়ায় ২০৭ কোটি ডলারে।