বিয়ানীবাজারে ৭৫তম নানকার বিদ্রোহী দিবস পালন

আজ ১৮ই আগষ্ট, ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহ দিবস, ১৯৪৯ সালের এই দিনে বৃটিশ আমলের ঘৃন্য নানকার প্রথা ও জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বিয়ানীবাজারের সানেশ্বর ও উলুউরি গ্রামের মধ্যবর্তী সুনাই নদীর তীরে পাকিস্থান সরকারের ইপিআর এর গুলিতে ঝরে পড়ে ৫টি তাজাপ্রাণ। ব্রজনাথ দাস (৫০) কটুমনি দাস (৪৭) প্রসন্ন কুমার দাস (৫০) পবিত্র কুমার দাস (৪৫) অমূল্য কুমার দাস (১৭) তার কিছুদিন আগে শহীদ হোন রজনী দাস । এই ছয়জন কৃষক তাদের বুকের তাজা রক্ত দিয়ে পূর্বসূরীদের ঋণ শোধ করেন। রক্তাক্ত পরিসমাপ্তি ঘটে নানকার আন্দোলনের। কৃষকদের আন্দোলন বিয়ানীবাজার থেকে শুরু হলেও এক সময় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিলো। এর ফলে ১৯৫০ সালে তৎকালিন সরকার জমিদারী প্রথা বাতিল ও নানকার প্রথা রদ করে কৃষকদের জমির মালিকানার স্বীকৃতি দিতে বাধ্য হয়।
আজ রোববার সোনাই নদীর তীরবর্তী সানেশ্বর-উলুউরি গ্রামের মধ্যবর্তী স্থানে নানকার স্মৃতি সৌধ্যে স্থানীয়রা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ
অর্পন করে যথাযত মর্যাদায় ৭৫তম নানকার বিদ্রোহী দিবস পালন করেন।
বাঙালি জাতির সংগ্রামের ইতিহাসে বিশেষ করে অধিকারহীন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সকল গৌরবমন্ডিত আন্দোলন বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার মধ্যে নানকার বিদ্রোহ অন্যতম।