বিয়ানীবাজারে ব্যবসায়ী মহলে স্থবিরতা ; কমেছে ক্রেতা সমাগম!

মহসিন রনি, বিয়ানীবাজার : গত ৫ ই আগস্ট সরকার পতনের পর থেকে বিয়ানীবাজার উপজেলায় রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে। ৫ই আগস্ট বিয়ানীবাজার থানায় অগ্নিকাণ্ডের ঘটনাসহ উপজেলা পরিষদের ভাংচুর ও লুটপাটের ঘটনার পর থেকেই বিয়ানীবাজারের ব্যবসায়ী মহলে দেখা দিয়েছে স্থবিরতা রাজনৈতিক বিভিন্ন কারণে পৌর শহর এখন উত্তাপ থাকার ফলে বাজারে ক্রেতা সমাগম কমেছে যার ফলে আগের তুলনায় ভালো ব্যবসা হচ্ছেনা তাদের।
সরেজমিনে বিয়ানীবাজার পৌর শহরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টে ঘুরে দেখা যায় আগগের তুলনায় লোক সমাগম কম। এ মাসে অনেকেই স্বল্প লাভে কর্মচারীদের বেতন ভর্তুকি দিতে হবে বলে জানান ব্যবসায়ীরা।
এ বিষয়ে বিয়ানীবাজার পৌর শহরের সুনামধন্য রেস্টুরেন্টে ফ্রাই পাইনের স্বত্বাধিকারী নুরে আলম শিব্বির বলেন, আগের তুলনায় ব্যবসায় এখন অনেকটা স্লো রয়েছে। তবে আশা করছি পরিস্থিতি সময়ের সাথে যত স্বাভাবিক হবে ব্যবসা আরো ভালো হবে।
কলেজ রোড সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার জামিল আহমদ বলেন, এ মাসে বাজারে লোক সমাগম কম যার ফলে আমাদের ড্রাইভার’রাও বিপাকে পড়েছেন। আশা করি এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠা সম্ভব হবে কারণ আমাদের বিয়ানীবাজার রাজনৈতিক সম্প্রীতি রয়েছে।