বিয়ানীবাজার দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি ” পানি লাগবে পানি “
মহসিন রনি, বিয়ানীবাজার : নান্দনিক আর দৃষ্টিনন্দন শিল্পকর্মে বিয়ানীবাজার সরকারি কলেজের দেয়াল যেন ছাত্র আন্দোলনের স্মৃতি বহন করছে। প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে দেয়ালের বিভিন্ন যায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পানি বিতরণের সময় গুলিতে নিহত মুগ্ধের স্মরণে ” পানি লাগবে পানি ” “ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বাংলাদেশ “সম্বলিত লেখা সহ নানা দৃষ্টিনন্দন গ্রাফিতিতে দেয়াল গুলো প্রাণ ফিরে পেয়েছে এছাড়াও আরবি ক্যালিগ্রাফি দিয়ে সকলকে আকৃষ্ট করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শিক্ষার্থীরা।
আগে যেখানে নানা রাজনৈতিক ব্যানার আর পোস্টারে অপরিচ্ছন্ন চারপাশে সৌন্দর্য যেখানে ছিলো স্বপ্নের মতো সেখানে তাদের এমন উদ্যোগে চোখ জড়াচ্ছে সাধারণ মানুষের। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত রিফর্ম বিয়ানীবাজার নামের একটি সংগঠন যেটি সম্পুর্ণ শিক্ষার্থীদের অর্থায়নে পুরো কার্যক্রম পরিচালনা করছে এ ছাড়াও বিয়ানীবাজারের বাজার মনিটরিং সহ চলমান পরিস্থিতিতে বিভিন্ন প্রশংসনীয় কাজ করতে দেখা যায় তাদের।
জগন্নাথপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু জাকারিয়া সানি বলেন, আমি বিয়ানীবাজার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সবাইকে নিয়ে সৌন্দর্য বর্ধন সহ ছাত্র আন্দোলনের বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করছি। শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক সংগঠন রিফর্ম বিয়ানীবাজারের অর্থায়নে আমরা দুই দিন থেকে গ্রাফিতির কাজ করছি। যাতে করে বিয়ানীবাজারের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়।
রিফর্ম বিয়ানীবাজারের এডমিনের দায়িত্ব থাকা তাওসিফ মাহতাব মাশরাফি বলেন, রিফর্ম বিয়ানীবাজার আমরা শিক্ষার্থীরা মিলে পরিচালনা করছি। শুধু গ্রাফিতি নয় এর আগে বাজার মনিটরিং বাজার পরিচ্ছন্নতা এবং ট্রাফিকের দায়িত্ব পালন করা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি ধারাবাহিক ভাবে বিভিন্ন দেয়ালে সৌন্দর্য বর্ধনে আমাদের শিল্পকর্ম অব্যাহত থাকবে।