বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে পল্লবের নের্তৃত্বে আওয়ামীলীগের মিছিল
বিয়ানীবাজার টাইমসঃ বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বিয়ানীবাজারে আওয়ামীলীগ ছিলোনা মাঠে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের আনাগোনা থাকলেও মাঠে ছিলেন নিখোঁজ।
এবার গোপালগঞ্জ জেলার পর সারাদেশের মধ্যে সম্ভবত প্রথম নিজের নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগের মিছিল দিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
সোমবার (১২ আগস্ট) বিকালে বিক্ষোভ মিছিল বিয়ানীবাজার পৌরশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে উপজেলা পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় আওয়ামীলীগের দলীয় স্লোগান তুলেন নেতাকর্মীরা।