অনিশ্চয়তায় বিয়ানীবাজারের ২৪৭৮ এইচএসসি পরীক্ষার্থী
মহসিন রনি : বিয়ানীবাজার উপজেলায় এবারের উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একের পর এক তারিখ পরিবর্তনের মধ্যদিয়ে অনিশ্চিয়তা আর শঙ্কার মধ্য দিয়ে দিনযাপন করছে। উপজেলা জুড়ে প্রায় ২৪৭৮ জন পরিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলাটি থেকে অংশগ্রহণ করছে যার মধ্যে বন্যা আর দেশের কোটা আন্দোলন সব মিলিয়ে দেশের এমন পরিস্থিতিতে শঙ্কিত উপজেলাটির এইচএসসি পরীক্ষার্থীরা। উপজেলাটির সিংহভাগ শিক্ষার্থী পরিক্ষা শেষে উচ্চ শিক্ষার জন্য প্রবাসে পাড়ি জমানোর জন্য প্রস্তুতি নেন সেই প্রস্তুতি তে ভাটা পড়েছে দেশের সম্প্রতিক পরিস্থিতি আর পরিক্ষার তারিখ পেছানোর জটিলতায় অনেকেই তো সেশন নিয়ে চিন্তিত।
বন্যা পরিস্থিতিতে পরিক্ষা শুরু হওয়া সহ নানা বিষয়ে একাধিকবার পরিক্ষার তারিখ পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে বেগ পেতে হচ্ছে এমনটাই দাবি শিক্ষার্থীদের অভিবাবকদের।এইচএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীর পিতা মোহাম্মদ ময়নুল হোসেন বলেন, একাধিকবার তারিখ পরিবর্তন এর নানা জটিলতায় আমাদের সন্তানদের পরিক্ষার প্রস্তুতি নিতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যার ফলে পরিক্ষার ফলাফল কি আসবে তা নিয়ে আমরা খুব চিন্তিত তবে আশা করি খুব দ্রুত আবারো পরিক্ষা শুরু হবে।
এইচএসসি পরীক্ষার্থী নুরুল ইসলাম সানি বলেন, অতীতে আমাদের বড় ভাইরাও পরিক্ষা দিয়েছেন তাদের এতো বেগ পেতে হয় নি। এবার পরিক্ষার তারিখ পেছানো এবং দেশের এমন পরিস্থিতিতে আমরা প্রস্তুতি নিতে পারছি না পুরোপুরি। আশা করি খুব দ্রুত আবারো পরিক্ষা দিতে পারবো।