বিয়ানীবাজারে যেমন কাটলো তরুণদের নেটওয়ার্ক বিহীন সময়
মহসিন রনি : সারাদেশে নেমে এসেছিলো অন্ধকার অবশেষে সেই অন্ধকার আর অপশক্তির অভিশাপ কেটে আবারো ভোরের আলোর মতো জ্বল জ্বল করছে বাংলাদেশ। তবে নেটওয়ার্কবীহিন দুনিয়ায় অনেকটাই শৈশবের পুরনো স্মৃতি যেন আবার ফিরে এসেছিলো বাংলাদেশের প্রতিটি ঘরে। যেমনটা ২০০৫ সালের পূর্বে ঘটেছিলো সকালে ভোরে ঘুম থেকে উঠে আবার রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া থেকে শুরু করে গ্রামীণ আড্ডা সব কিছুই যেন ছিল শৈশবকে ফিরে পাওয়া এক স্বপ্নের মতো। চাইলেও কেউ এই সময়টা আর ফিরে পাবে না।
অনেকে তো গ্রামে লুডু কিংবা ক্যারেম খেলায় ব্যস্ত সময় পার করেছেন। অপরদিকে সকাল থেকে পত্রিকার দোকান গুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভীড়ে যেন আবার প্রাণ ফিরে পেয়েছিলো ছাপা পত্রিকা হকার থেকে শুরু করে পেপার এজেন্সির পরিচালকদের মুখে ছিলো তৃপ্তির হাসি। পত্রিকা পড়া তো ছিলো সাথে নেটওয়ার্ক বিহীন দুনিয়ায় কম্পিউটারের দোকানগুলোতে মেমরি কার্ড কিংবা মোবাইলের ক্যাবল লাগিয়ে বাংলা নাটক ও সিনেমা নেয়ার হিড়িক কিন্তু কম ছিলো না। অনেকেই তো নেটওয়ার্ক বিহীন দুনিয়ায় পরিবারের সাথে দীর্ঘ আলোচনা আর গল্প করে সময় কাটিয়েছেন।
নেটওয়ার্ক বন্ধ থাকাকালীন সময়ে বিয়ানীবাজার পেপার এজেন্সির স্বত্বাধিকারী আব্দুল বাসিত টিপু বলেন, দুপুর একটা বাজার আগেই পাঁচ হাজার পত্রিকা শেষ হয়েগেছে। নেটওয়ার্ক না থাকার কারনে ছাপা পত্রিকার জনপ্রিয়তা বেড়েছে মনে হচ্ছে যেন আবার আগের যূগ ফিরে এসেছে।
মুজাম্মিল নামের এক তরুণ বলেন, নেট না থাকার কারনে লুডু খেলে পত্রিকা পড়ে সময় কাটাচ্ছি অনেকটা শৈশবের আমেজ ফিরে পেয়েছি। সময়টা উপভোগ্য ছিল।
কম্পিউটার দোকানের পরিচালক বাপ্পু দে বলেন, বিগত কয়েকদিনে সারাদিন দোকানে বাংলা সিনেমা আর নাটক নেয়ার উপচে পড়া ভীড় ছিল সকলের চাহিদা মেটাতে হিমসিম খেয়েছি।