সিলেটে ২৭৫ বস্তা চোরাই চিনিসহ গ্রেপ্তার ২

টাইমস ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনে সিলেট নগরীসহ মহাসড়কে যান চলাচল কম। এই সুযোগে ফাঁকা মহাসড়ক দিয়ে চোরাই চিনি ভর্তি ট্রাকটি গন্তব্যে রওনা করে। গোয়েন্দা পুলিশ খবর পেয়ে ট্রাকটি আটক করে। তল্লাশি চালিয়ে পাওয়া গেছে ২৭৫ বস্তা চোরাই চিনি।
এ সময় ট্রাকে থাকা চোরাই চিনির দুজন বাহককেও গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বিকেলে সিলেট মেট্রোপালিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপ-পুলিশ কমিশনারের (ডিবি) নির্দেশনায় সকাল ১০টা ২০ মিনিটের সময় মহানগর গোয়েন্দা পুলিশের টিম-১ টহল ডিউটি দেওয়ার সময় শাহপরাণ (রহ.) থানাধীন মোরাদপুর এলাকায় সিলেট ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে তামাবিল-সিলেট মহাসড়কের বাইপাস রোড থেকে ট্রাকটি আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে ট্রাকে পাওয়া ২৭৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যায় আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা।
অবৈধ মালামাল বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে চোরাই চিনির দুই বাহক আলমগীর হোসেন (২২) ও মো. আলীমকে (২০) গ্রেপ্তার করা হয়। এরমধ্যে আলমগীর ট্রাকচালক। দুজনের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায়।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।