সিলেটে চোরাই গাড়িসহ বিয়ানীবাজার ও বড়লেখার দুই তরুন আটক

টাইমস ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে চোরাই গাড়িসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
গত শনিবার (২২ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীস্থ মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন ফল মার্কেটের সামন থেকে তাদের আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, মৌলভীবাজারের বড়লেখা থানার মৃত শামসুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (২৩) ও সিলেটের বিয়ানীবাজার থানার এবাদ উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, কদমতলীস্থ মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন ফল মার্কেটের সামন থেকে সাদা প্রাইভেটকারটি আটক করা হলে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়িটি জব্দ করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা দয়েরের মাধ্যমে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্ত মোহাম্মদ সাইফুল ইসলাম।