বিয়ানীবাজারে চিনি ছিনতাই, পুলিশের অভিযানে ৮০ বস্তা চিনি ও পিকাপ উদ্ধার

বিয়ানীবাজার টাইমস: বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা থেকে ৮০ বস্তা চিনি সহ একটি পিকআপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের লালপুর নাম একটি স্থান থেকে গত ৮ জুন (শনিবার) ট্রাক থেকে ৪০০ বস্থা চিনি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পৌর শহর থেকে ৮০ বস্তা চিনি সহ রেজি-ঢাকা মেট্রো-ঠ ১১০৭০৯ নাম্বারের একটি পিকঅাপ উদ্ধার করে।
মঙ্গলবার রাতে বিয়ানীবাজার থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন। এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন সংবাদ সম্মেলনে জানান,গত ৮ জুন সকালে বিয়ানীবাজার থানাধীন চারখাই ইউনিয়নের অন্তর্ভুক্ত লালপুল নামক স্থানে একদল দুস্কৃতিকারি অস্ত্রের মুখে ট্রাক চালক ও তার সহযোগীকে জিম্মি করে ৪০০ বস্তা চিনি ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে পৌরসভা এলাকার সুপাতলা থেকে ৮০ বস্তা চিনি এবং নিদনপুর থেকে একটি পিকআপ উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর সাংবাদিকদের বলেন, চিনি ছিনতাইয়ের অভিযোগে চিনির মালিক ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন, পুলিশের অভিযান অব্যহত রয়েছে, শেষ বস্তা চিনি না পাওয়া পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে। অভিযোগকারীর চিনি বৈধ নাকি অবৈধ এমন প্রশ্নের উত্তরে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, চিনি বৈধ নাকি অবৈধ সেটি আদালতে একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণ হবে তবে আমরা ছিনতাইয়ের অভিযোগে তৎপর রয়েছি।
ভারতীয় চিনির ব্যাপারে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে জানিয়ে পুলিশের এ দুই কর্মকর্তা আরও জানান, ভারতীয় অবৈধ চিনির চোরাচালান বন্ধে প্রয়োজনে আলাদা টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হবে।
এ ছাড়া ও বিয়ানীবাজার উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখা সহ পুলিশ সর্বদা তাদের চোখ কান খোলা রাখবে এমনটাই জানান এই দুই দায়িত্বশীল কর্মকর্তা।