টানা বৃষ্টি ও বানের পানিতে তলিয়ে গেছে সিলেট নগরী

টাইমস ডেস্কঃ মাঝ রাত থেকে ভোর অবধি টানা ৪ ঘন্টার ভারী বর্ষণে ডুবে গেছে সিলেট নগরীর অধিকাংশ এলাকা। প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গিয়ে বাসা বাড়িতে ঢুকে পড়ে পানি। গভীর রাতে ঘুমে থাকায় অনেকের বাসায় পানি ঢুকে আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।
নগরীর অনেক এলাকায় বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছে পানি।
রোববার দিবাগত রাত দেড়টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত মুষলধারে ঝরতে থাকে বৃষ্টি। এতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর অধিকাংশ এলাকার রাস্তাঘাট তলিয়ে বাসা-বাড়ীতে ঢুকে পড়ে পানি। গভীর রাতে বৃষ্টি হওয়ায় যথাসময়ে উপস্থিত থাকতে না পারায় বিপুল ক্ষতির সম্মূখীন হয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার সরেজমিনে দেখা যায়, নগরীর তালতলা, মাছুদিঘীরপার, জামতলা, তোপখানা, কাজিরবাজার, যতপুর, তেররতন, কুয়ারপার, কালিঘাট, চালিবন্দর, উপশহর, মাছিমপুর, সোবহানীঘাট, পায়রা, শামীমাবাদ, ভাতালিয়া, লামাবাজার, মির্জাজাঙ্গাল, জিন্দাবাজার, শেখঘাটসহ নগরীর বিভিন্ন এলাকার রাস্তা বন্যার পানিতে ঢুবে যায়। এসব এলাকার নিম্নাঞ্চলের কোন বাসা-বাড়ী পানির হাত থেকে রেহাই পায়নি।
নগরীর শামীমাবাদ এলাকার বাসিন্দা লিয়াকত মিয়া বলেন, ২০২২ সালের পরে ঘরে আবারও পানি ঢুকল। পরিবার নিয়ে ভোগান্তিতে পড়েছি। বন্যার আগে যদি নদী, ছড়া, খাল, বিল খনন করা হতো তাহলে নগরীতে পানি ঢুকত না।
এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেটে ২০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
গত ৩ দিন ধরে সিলেটের বন্যা পরিস্থিতির দিনে কিছুটা উন্নতি হয়েছিল। বেশ কিছু স্থানে কমে এসেছিল পানি। কিন্তু রাতের ভারী বৃষ্টিতে ফের নগরীতে পানি বেড়েছে। সোমবার সকাল ৯টায় সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।