সিলেট

চার দিনের ব্যবধানে সিলেটে ফের ভূ মি ক ম্প!

টাইমস ডেস্কঃ মাত্র ৪ দিনের ব্যবধানে সিলেটে ফের ভূমিকম্প হয়েছে। রবিবার (২ জুন) বেলা দুপুর ২টা ৪৪ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮। তবে সিলেটে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো মিয়ানমার। ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেন সিলেট আবহওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন।

এর আগে ২৯ মে (বুধবার) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটেও ভূমিকম্পে কেঁপে উঠে সিলেট। ওই ভূ-কম্পনেরও উৎপত্তিস্থল ছিলো মিয়ানমার এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৬।

তার আগে গত বছরের ৯ সেপ্টেম্বর ভারতের আসামে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যা সিলেটেও অনুভূত হয়েছিল। একই বছরের ১৪ ও ২৯ আগস্ট সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছিল। তবে ওই দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলাতে।

Back to top button