বিয়ানীবাজারের নির্বাচিত উপজেলা পরিষদকে প্রেস ক্লাবের শুভেচ্ছা

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলা পরিষদের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) আব্দুল্লাহ আল মামুন খান, ভাইস চেয়ারম্যান (মহিলা) জেসমিন নাহার কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিয়ানীবাজার প্রেস ক্লাব।
বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপন ও সাধারন সম্পাদক তোফায়েল আহমদ, সহ সভাপতি আহমদ সাহেদ, যুগ্ম সম্পাদক তাজবীর আহমদ ছাইম, অর্থ সম্পাদক আবু তাহের রাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এহসান করিম খোকন, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম সাজুসহ কার্য্যনির্বাহি পরিষদের সকল সদস্যরা এক প্রেসবার্তায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এক শুভেচ্ছা বার্তায় তারা আশা করেন, বিয়ানীবাজার উপজেলাকে নতুন পরিষদ স্মার্ট এবং আধুনিক উপজেলা গড়তে কার্যকরী ভূমিকা রাখবেন। সাধারন মানুষের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তারা সমাধানে এগিয়ে আসবেন এবং বিয়ানীবাজার কর্মরত সাংবাদিকদের তথ্য আদান প্রদানে সর্বোচ্চ সহযোগীতা করবেন।