বিয়ানীবাজার সংবাদ

ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর মিজানের প্রাণ গেল সড়ক দুর্ঘটনায় (আপডেট)

মহসিন রনি, সিনিয়র প্রতিবেদক: টগবগে তরুণ মাথায় দারুণ চুল দেখতে তারুণ্যের ছাপ সদ্য ইতালি তে পাড়ি জমানোর স্বপ্নে বিভোর দুবাই ফেরত মিজানের প্রাণ এভাবে সড়কে ঝরে যাবে কেইবা জানতো। হাসপাতালের চারপাশ যখন স্বজন আর শুভাকাঙ্ক্ষীদের কান্নায় ভারী হয়ে আছে ততক্ষণে না ফেরার এক নতুন জগতে চলে গেছে কয়েক মুহুর্ত আগে বাইক নিয়ে পৌর শহরের ঘুরে বেড়ানো মিজানের।

শুক্রবার রাতের প্রথম প্রহরে বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণবাজারস্থ ফুড ভিলেজ রেস্টুরেন্টের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন পৌর শহরের নিদনপুর এলাকার মিজান আহমেদ (২৩) নামের এই তরুণ। পরিবারের তথ্য মতে নিহত মিজান দুবাই থেকে রমজান মাসে দেশে আসেন ইতালির দূতে ভিসা পাওয়ার জন্য কাগজ পত্র জমা দিতে তবে শিডিউল সংকটে ভুগতে থাকা মিজান স্বপ্ন পুরণের আগেই চলে যাবে না ফেরার দেশে কেইবা জানতো।

নিহতের নিকট আত্নীয় খন্দকার লোকমান হোসেন বলেন, মিজান দুবাই থেকে রমজান মাসে দেশে আসে ইতালিতে কাগজ জমা দেয়ার জন্য তবে ইতালির কাগজ জমা দেয়ার জন্য তারিখ পাচ্ছিলো না। স্বপ্ন পুরণের আগেই এমন টগবগে প্রাণ ঝরে যাওয়ায় আমরা ভাষাহীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে মানুষের হটাৎ জটলা দেখতে পান ঘটনাস্থলে গুরুতর অবস্থায় আহত তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর।

Back to top button