বিয়ানীবাজার সংবাদ

ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক বাল্ব নিয়ে নির্বাচনে আশরাফুল হক রুনু

সিনিয়র প্রতিবেদক ঃ বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে অবশেষে প্রতীক পেলেন ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আশরাফুল হক রুনু। আজ বৃহস্পতিবার বিকেলে প্রতীক বরাদ্দ পান এই প্রার্থী বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র অসীম।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র অসীম বলেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল হক রুনু’কে বৈদ্যুতিক বাল্ব প্রতীক বরাদ্দ করা হয়েছে। যার ফলে তিনি এখন থেকে আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচারণা প্রচারণা সহ সকল কার্যক্রম পরিচলনা করতে পারবেন।

উল্লেখ্য, আশরাফুল হক রুনু নির্বাচনের পূর্বে থেকে ছাত্ররাজনীতি থেকে শুরু করে সমাজ সেবায় নিয়জিত থাকার পাশাপাশি নির্বাচনে মাঠে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন।

Back to top button