প্রবাস

হ্যাটট্রিক জয়ে যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটির কাউন্সিলম্যান বিয়ানীবাজারের শাহীন খালিক

প্রবাস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের শহরের পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউজার্সির একটি ছোট্ট শহর হচ্ছে সিটি অব প্যাটারসন। প্রায় ৩০ হাজার বাংলাদেশি অভিবাসীর বসবাস এ শহরটিতে।

স্থানীয় নেতৃত্ব নির্বাচনে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ভোট উৎসব। নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে নির্বাচন অংশ নিয়ে হ্যাট্রিক বিজয় অর্জন করে আবারো কাউন্সিলর হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বিয়ানীবাজারের কৃতি সন্তান শাহিন খালিক ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহিন খালিক।

শাহিন খালিক ২০১৪ সাল থেকে ২নং ওয়ার্ডের কাউন্সিলম্যান হিসাবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে প্রবাসী বাংলাদেশীসহ সকলের ভালোবাসায় শিক্ত হয়েছেন।

হ্যাট্রিক বিজয়ী শাহিন খালিক বলেন , আমার প্রতি প্যাটারসন সিটির জনসাধারণের ভালবাসা আমি কৃতজ্ঞতাভরে স্মরণ করি এবং পূনরায় কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করায় সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, শাহীন খালিকের পৈতৃক নিবাস বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে।

Back to top button