বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে এসএসসিতে পাশের হার ৬৭.৯ শতাংশ, জিপিএ ৫ ৬০ টি

বিয়ানীবাজার টাইমসঃ সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার সকালে দেশব্যাপী একযোগে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল বিশ্লেষন করে এবং বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিয়ানীবাজার থেকে অংশগ্রহণ করে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৫ শত ৪৬ জন শিক্ষার্থী। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৪ শত ৮ জন। পাসের হার ৬৭.৯০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০ জন শিক্ষার্থী।

বিয়ানীবাজারে এসএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান খলিল চৌধুরী আদর্শ এবি নিকেতন, বরাবরের মতো এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পেয়েছেন ১১ টি জিপিএ ৫। এছাড়াও পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় পেয়েছে ৯ টি, কসবা বালিকা উচ্চ বিদ্যালয় পেয়েছে ৮টি, লাউতা উচ্চ বিদ্যালয় ৭ টি, তারা মিয়া উচ্চ বিদ্যালয় ৬টি, দাসউরা উচ্চ বিদ্যালয় ৪টি, বিয়ানীবাজার জামেয়া উচ্চ বিদ্যালয় ৩টি করে জিপিএ৫ পেয়েছে।

এদিকে, দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৬১ জন শিক্ষার্থী। উত্তীর্ণ ৩৮৮ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার ৬৯.১৬ শতাংশ।

এছাড়াও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় ৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২৬ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়, পাশের হার ৪৭.২৭ শতাংশ।

তবে এবার শতভাগ পাসের হার নেই উপজেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বলে জানান বিয়ানীবাজার উপজেলা শিক্ষা কর্মকতা মৌলুদুর রহমান।

Back to top button