প্রবাস
স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন প্রবাসী বাংলাদেশি

স্পেন প্রতিনিধিঃ স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন স্পেন প্রবাসী মেহেদী হাসান (৩০)। তার দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।
প্রবাসীরা জানান, নিহত মেহেদী হাসান শনিবার রাতে কাজ থেকে ফেরার পথে রোডে দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় তিনি কোমরের মাজায় ও মাথায় প্রচন্ড আঘাত পান।
তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫ টায় মাদ্রিদের মনক্লোয়া হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে সেখানকার বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।