সুনামগঞ্জ

দোয়ারাবাজারে তীব্র গরমে কষ্টের মাঝেও হাসি উজ্জ্বলমূখে ধান কাটছে হাওরের কৃষকেরা

মোঃ মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার প্রতিনিধি: সারাদেশে চলছে তীব্র তাপদাহ।সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, নির্মাণ শ্রমিক ও কৃষকরা। তবে তীব্র গরমের মধ্যেই শুরু হয়েছে ধান কাটার মৌসুম থেমে নেই ধান কাটা, ধান মাড়াই মহিষের গাড়ি দিয়ে খলায় ধান নেওয়া।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কৃষকরা কষ্টে ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন। কৃষকরা জানান, তীব্র তাপে ঘর থেকে বের হতেই কষ্ট হয়। জমিতে ধান পেকে আছে কিন্তু তাপমাত্রার কারণে ধান কাটার জন্য সাহস পাচ্ছেন না। সম্প্রতি সময়ে অতিরিক্ত তাপদাহে দেশের বিভিন্ন স্থানে মানুষ হিটস্ট্রোকে মারা যাওয়ার কারণে কৃষকদের মাঝে আতঙ্ক কাজ করছে।

তবে, যেসব জমির ধান বেশি পেকে গেছে, সেসব ধান জীবনের ঝুঁকি নিয়ে কাটতে বাধ্য হচ্ছেন কৃষকেরা।একমাত্র ফসল বোরো ধান রোদে শুকিয়ে গোলায় ভরতে পরিবারের সবাইকে নিয়ে সার্বক্ষণিক ধানের খলায় ও ধান তুলতে কাজ করছেন কৃষকেরা। ফসলের বাম্পার ফলন হওয়ায় তীব্র গরমে কষ্টের মাঝেও হাসি খুশি তারা।

অন্যান্য বছর এমন সময় ঝড়-বৃষ্টি কারণে ফসল তুলতে বাধা সৃষ্টি হয়। এমনকি অতি বৃষ্টি বা শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে যেত সোনালি ফসল। পাহাড়ি ঢলের পানি নদী উপচে আঘাত হানত ফসল রক্ষা বাঁধে। কিন্তু এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় গরম বেশি হলেও ঝড়-বৃষ্টি বা পাহাড়ি ঢলের পানি বাধা সৃষ্টি করতে পারেনি। এতে পুরো বৈশাখ আনন্দে পাচ্ছে কৃষকেরা

Back to top button