বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সিনিয়র প্রতিবেদকঃ কি মর্মান্তিক কি ভয়াবহ, মোটরসাইকেল আরোহীকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে ট্রাক, এমন বিভৎস দৃশ্য দেখলো  বিয়ানীবাজারবাসী। শুক্রবার সন্ধ্যায়  বিয়ানীবাজারে বিভৎস এই সড়ক দুর্ঘটনায় শিবলু আহমস (৩১) নামের যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় হতবাক বিয়ানীবাজারবাসী হতবাক নিহতের স্বজনরা

নিহত যুবক শিবলু আহমদ উপজেলার চারখাই এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। তবে তারা দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার খাসা পন্ডিতপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরসভার খাসায় প্রধান সড়কে মাঠি বোঝাইকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘাতক  ট্রাক মোটরসাইকেল আরোহী শিবলুকে টেনে হিচড়ে নিয়ে যায়। এসময় তার শরীর দ্বিখন্ডিত হয়ে যায়। ঘটনাস্থলে সে মৃত্যু বরণ করেন। পরে তার রক্তাত দেহ উদ্ধার করে বিয়ানীবাজার থানায় মৃতের লাশ নিয়ে আসা হয়।

দুর্ঘটনার পর ঘাতক বালুবাহি ট্রাকটি রেখে চালক পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ঘটনার খবর নিশ্চিত করে জানান, ঘাতট ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Back to top button