বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত খলিল চৌধুরী’র শিক্ষক আব্দুল করিম

সিনিয়র প্রতিবেদক: বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক আব্দুল করিম মিলন। বুধবার বিকালে উপজেলা শিক্ষা সপ্তাহ-২০২৪ এর দায়িত্বশীলরা তাকে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত করেন।

গত মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলার শিক্ষা সপ্তাহ-২৪ অনুষ্ঠিত হয়। খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনে এ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, সহকারি শিক্ষক, শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশ নেন।শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হওয়ায় আব্দুল করিম সকল সহযোগী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

উল্লেখ্য, আব্দুল করিম দীর্ঘ দিন থেকে উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনে শিক্ষকতা করে আসছেন অতীতেও তিনি বিভিন্ন অর্জনে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছেন।

 

Back to top button