বিয়ানীবাজারে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন আওয়াল

সিনিয়র প্রতিবেদক: আগামী ২৯ মে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল। বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিসে সকল নির্বাচনী আচরণবিধি মেনে তিনি মনোনয়ন দাখিল করেন।
এ সময় তিনি বলেন, আমি সকল প্রার্থীকে হেভিওয়েট মনে করে নিজেকে ক্ষুদ্রের তালিকায় রাখছি আশা করি সবাই তাদের ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। জীবনে অনেকের হয়েই কাজ করেছি নির্বাচনে এবার সকলের সহযোগিতা চাই প্রার্থী হিসেবে।
উল্লেখ্য, দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল বিয়ানীবাজার উপজেলায় ছাত্র রাজনীতি থেকে শুরু করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের মতো দায়িত্বশীল পদে ভুমিকা রেখে বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছেন ক্লীন ইমেজের এই রাজনীতিবিদ।