ইতালিতে বিয়ানীবাজার এসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার: পবিত্র রমজান মাসে রমজানের মহত্ত্ব এবং পরস্পরের প্রতি সহমর্মিতা ও ভাতৃত্ববোধ ছড়িয়ে দিতে রবিবার (৩১ মার্চ) ইতালির নাপলি শহরের সাঞ্জুসেপ্পে এর স্থানীয় এক অভিজাত রেস্টুরেন্টে “বিয়ানীবাজার এসোসিয়েশনের” উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে নাপলির সাঞ্জুসেপ, পালমা, অত্তাবিয়ানো, তেসরিনো’র বসবাসরত প্রায় ৫ শতাধিক “বিয়ানীবাজারের” ইতালি নাপলী অবস্থানরত প্রবাসীরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিল উপলক্ষে “বিয়ানীবাজারের” ইতালি প্রবাসীরা সবাই মিলিত হয়েছেন একে অপরের সঙ্গে,পুরো পরিবেশ পরিণত হয় এক ভিন্ন আমেজের। “সাঞ্জুসেপ” বাংলাদেশি অধ্যুষিত এলাকায় উৎসব মুখর পরিবেশে সবাই যখন মিলিত হয়েছেন, তখন মনে হয়েছে প্রবাসে একখণ্ড বিয়ানীবাজার।
ইফাতার মাহফিলে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, আবু সুফিয়ান আহমদ, শরফ উদ্দিন,শামীম আহমেদ, সুলেমান হোসেন, ফয়সল আহমেদ,বিকাশ, শাহাদাত হোসেন,এমরান হোসেন লিটন, মুজিবুর রহমান, দিপু(কলকাতা) জসিম, আকবর, সিবলু, আফজল, ময়নুল, টিপু, ছাইদুল, আজাদ, ছবুর, জাকির, সাদিক, শাকিল, রেজাউল, সুমন, দেলোয়ার মনোয়ার হোসেন,এমরান হোসেন দিপু, কাওছার আহমদ,কবি আব্দুস সামাদ, সায়েম আহমদ, ফয়েজ উদ্দিন,সালেহ আহমেদ, আব্দুস সামাদ রুনু, আব্দুল্লাহ আল হারুন,গোপাল, জুনেদ হাসান, জামাল হোসেন, হিমেল, জহির, রুবেল,লিমন, সহ আরো অনেকে।
ইফতারের পূর্ব মূহুর্তে পবিত্র মাহে রমজান এর তাৎপর্য উপর আলোচনা ও বহির্বিশ্বের মুসলিম উম্মাহ শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন সাঞ্জুসেপ্পে জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার। পরে রোজাদারদের ইফতার করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।